[Android] এর সকল Version এর ইতিহাস সম্পর্কে জেনে নিন✔কাজে লাগতে পারে❗

[Android] এর সকল Version এর ইতিহাস সম্পর্কে জেনে নিন✔কাজে লাগতে পারে❗



আসসালামু আলাইকুম

কেমন আছেন graphics50 বাসীরা?

আসা করি ভালই আছেন।

পোস্টের বিষয়

Android এর সকল Version

সম্পর্কে আলোচনা

So We should Begin

এন্ড্রয়েড হল বর্তমানে ইন্সটল বেইজ

সবচেয়ে বড় অপরেটিং সিস্টেম।

এন্ড্রয়েডের ডেভেলপমেন্ট শুরু হয়

২০০৩ সালে Android lnc দ্বারা,

এবং পরবর্তীতে ২০০৫ সালে

এন্ড্রয়েডকে গুগল কিনে নেয়।

এন্ড্রয়েডের মোবাইল অপেরেটিং

সিস্টেম শুরু হয়েছিল নভেম্বর,

২০০৭ সালে।

প্রথম পাবলিক

রিলিজ হয় এন্ড্রয়েড বিটা।

এন্ড্রয়েডের সবার প্রথম কমার্শিয়াল

ভার্সন রিলিজ হয়েছিল

সেপ্টেম্বর২০০৮ সালে।

এন্ড্রয়েড ১.০ এবং ১.১ এর নির্দিষ্ট

কোন কোড নেম ছিল না।😊

এন্ড্রয়েড ভার্শনের নাম, ইংরেজি

বর্ণমালা অনুযায়ী মিষ্টান্নের

নামযুক্ত করা শুরু হয় Cupcake ভার্সন দিয়ে।

(a) No codename (1.0)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০০৮ সালে।

(b) Petit four (1.1)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ৯ ফেব্রয়ারি ২০০৯ সালে।

(C) Cupcake (1.5)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ২৭ এপ্রিল ২০০৯ সালে।

(D) Doughnut (1.6)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০০৯ সালে।

(E) Eclair (2.0 – 2.1)

☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ২৬ অক্টোবর ২০০৯ সালে।

(F) Froyo (2.2 – 2.2.3)

রিলিজ হয়েছিল ২০ মে ২০১০ সালে।

(G) Gingerbread (2.3 – 2.3.7)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ৬ ডিসেম্বর ২০১০ সালে।

(H) Honeycomb (3.0 – 3.2.6)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ২২ ফেব্রয়ারি ২০১১ সালে।

(I) Frozen yogurt sandwich (4.0 – 4.0.4)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ১৮ অক্টোবর ২০১১ সালে।

(J) Jam bean (4.1 – 4.3.1          )

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ৯ জুলাই ২০১২ সালে।

(K) Kitkat (4.4.0-4.4.4)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ১৩ অক্টোবর ২০১৩ সালে।

(L) Lolipop (5.0-5.1.1)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ১২ নভেম্বর ২০১৪ সালে।

(M) Marshmallow (6.0-6.0.1)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ৫ অক্টোবর ২০১৫ সালে।

(N) Nougat (7.0-7.1.2)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ২২ আগস্ট ২০১৬ সালে।

(O) Oreo (8.0-8.1)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ২১ আগস্ট ২০১৭ সালে।

(P) Pie (9.0)

☟☟☟☟☟☟☟☟☟

রিলিজ হয়েছিল ৬ আগষ্ট ২০১৮ সালে

আপনার এন্ড্রয়েড ফোন কোন ভার্সনের তা দেখার জন্য Settings এ গিয়ে About (telephone) এ যান। এবার Android Rendition লাইনটা খুজে বের করুন। এখানে আপনার ফোনের ভার্সন নাম্বার লেখা আছে। আমারটা দেখুনঃ-

আমারটা 6.0 Marshmallow Adaptation

আজকের মতো এ পর্যন্তই।

সবাই ভাল থাকবেন।

এবং graphics50 সাথেই থাকবেন।

খোদা হাফেজ👋👋✋

[Android] এর সকল Version এর ইতিহাস সম্পর্কে জেনে নিন✔কাজে লাগতে পারে❗ [Android] এর সকল Version এর ইতিহাস সম্পর্কে জেনে নিন✔কাজে লাগতে পারে❗ Reviewed by Graphics Design on November 03, 2018 Rating: 5

No comments:

No comments:

Theme images by 5ugarless. Powered by Blogger.