কি ভাবে একটি ভালো মানের ব্রশিয়ার ডিজাইন করবেন ?

কিভাবে একটি ভালো মানের ব্রশিয়ার ডিজাইন করবেন ?



একটি সৃজনশীল ডিজাইন দিয়েই আপনি আপনার ব্রশিয়ার তথা আপনার প্রতিষ্ঠানকে ফুটিয়ে তুলতে পারেন। ব্রশিয়ার হচ্ছে তথ্য সম্বলিত ডকুমেন্ট যেটি মূলত বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়। এছাড়া কোন প্রতিষ্ঠানের পরিচিতি অথবা প্রসারের জন্য ব্রশিয়ার ব্যবহার করা হয়ে থাকে। এটা মূলত ভাজ অবস্থায় থাকে। ব্রশিয়ার ডিজাইন অনেক ধরনের হতে পারে।
 যেমন -
১) হাফ ফোল্ড ব্রশিয়ার ডিজাইন
২) বাই ফোল্ড ব্রশিয়ার ডিজাইন
৩) ট্রাই ফোল্ড ব্রশিয়ার ডিজাইন
৪) জেড ফোল্ড ব্রশিয়ার ডিজাইন
৫) গেইট ফোল্ড ব্রশিয়ার ডিজাইন
৬) রোল ফোল্ড ব্রশিয়ার ডিজাইন ইত্যাদি।

কিভাবে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য সৃজনশীল ও রুচিশীল ব্রশিয়ার ডিজাইন করা যায় ?
ফটোশপ, ইলস্ট্রেটর ব্যবহার করতে পারলেই ডিজাইনার হওয়া যায় না। ডিজাইনার মানে আপনার ক্রিয়েটিভ ধারণাকে ফুটিয়ে তুলতে হবে তা সফটওয়্যার দিয়ে হোক বা রঙ তুলি দিয়ে হোক। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ব্রশিয়ার কেমন হতে পারে –
সম্মুখ অংশ: সম্মুখ অংশ অনেকটা দেখতে হতে হবে বইয়ের কভার পেইজের মত। যেমন - প্রতিষ্ঠানের লোগো , বিষয়ের সাথে মিল রেখে আকর্ষণীয় ছবি এবং ব্রশিয়ারের নিচের দিকে যোগাযোগের মাধ্যম দিতে পারেন।
ভিতরের অংশ: ব্রশিয়ারের ভিতরের অংশে যে কোর্সের উপর ব্রশিয়ার বানাতে চাচ্ছেন সেই কোর্সের নাম,পরিচিতি, কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা, কোর্স উপাদান , কোর্স মডিউল , রিসোর্স পারসন ছাড়াও এই ব্রশিয়ারে অন্যান্য কোর্স সম্পর্কে ধারণা থাকতে পারে। একটি কোর্সের কিংবা একাধিক কোর্সের উপরও ব্রশিয়ার বানানো যায়।
পশ্চাৎ অংশ: ব্রশিয়ারের পিছনের অংশে প্রতিষ্ঠানের পরিচিতি , প্রতিষ্ঠানের লক্ষ্য দেয়া যেতে পারে। ইদানীং ব্রশিয়ারের পিছনে ম্যাপ দিতে দেখা যায়।
ব্রশিয়ারে কি কি এপ্লাই করলে সহজেই ফুটে উঠবে আপনার ডিজাইন –
১) ব্রশিয়ার ডিজাইন করার আগে ডিজাইনের লক্ষ্য জেনে নিন । আপনি কিভাবে একটি ব্রশিয়ার ডিজাইন সম্পর্কে চিন্তা করছেন এবং ক্লায়েন্টদের কাছ থেকে জিজ্ঞাসা করে স্পষ্ট হয়ে নিন।
২) ডিজাইন সুন্দর করার জন্য ফন্টের ভূমিকা অনেক। ডিজাইনে সীমিত ফন্ট ব্যবহার করা ভাল।
৩) পাঠকদের কথা মাথায় রেখে ডিজাইন করুন। ডিজাইন দরকার অনুযায়ী সবার জন্য করুন , নিজের জন্য না।
৪) প্রথমেই একটি ভাল ধারণা তৈরি করুন এবং আপনার আইডিয়াগুলো লিখে ফেলুন । আমরা অনেকভাবে চিন্তা করি যাতে আমরা আইডিয়াগুলো ভুলে না যাই সেজন্য আইডিয়াগুলো লিখে রাখা ভাল।
৫) ডিজাইনে খুব ভাল মানের ছবি দিতে হবে। যা খুব সহজেই মানুষকে আকর্ষিতও করবে। 
                                                    

র্কেটপ্লেস হিসেবে এনভাটো খুবই জনপ্রিয়। গ্রাফিক্সের কোয়ালিটি, ডিজাইনারদের ক্রমবর্ধমান আর্নিংস সিস্টেম, অর্থ উত্তোলনের নির্ভরযোগ্যতা ইত্যাদির কারনে বায়ার ও ফ্রিল্যান্সারদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য মার্কেটপ্লেস হিসাবে গ্রহনযোগ্যতা পেয়েছে। গ্রাফিক রিভার এনভাটোর একটি বিশেষ মার্কেটপ্লেস যেখানে মূলতঃ গ্রাফিক ডিজাইন এলিমেন্ট ক্রয়-বিক্রয় করা হয়। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এ মার্কেটপ্লেস থেকে আয় করতে পারে হাজার ডলার। অনেকেরেই গ্রাফিক রিভারে ডিজাইন জমা দিয়ে আয় করার তথ্য/পদ্ধতি সম্পর্কে জানা রয়েছে। এ বিষয়ে প্রযুক্তি টিম প্রকাশ করেছে বেশ কয়েকটি ব্লগ। আপনি জানেন কি, বর্তমানে গ্রাফিক রিভারে সবচেয়ে বেশি বিক্রয় হওয়া আইটেমগুলো কি? তাহলে চলুন জেনে নেই গ্রাফিক রিভারের সর্বাধিক বিক্রয় হওয়া ১০ টি আইটেম সম্পর্কে। 

১. বিজনেস কার্ড 

dd 

প্রফেশনাল মানের বিজনেস কার্ডের চাহিদা ব্যাপক। গ্রাফিক রিভারে একটি বিজনেস কার্ড ১৫০০ বার এর অধিক পর্যন্ত বিক্রয় হয়। ক্লিন, প্রফেশনাল, মর্ডার্ণ বিজনেস কার্ড ডিজাইন করে গ্রাফিক রিভারে এপ্রুভ করানোর মাধ্যমে আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার সাড়া জাগাতে পারেন। যদিও একটি বিজনেস কার্ড ভাল ভাবে ডিজাইন করতে সর্বোচ্চ ২/৩ ঘন্টা সময় ব্যয় হতে পারে। আপনার বিজনেস কার্ডটি ইউনিক হলে সেল ও বাড়বে অনেক গুণ। গ্রাফিক রিভারের বেশিরভাগ বিজনেস কার্ড ফটোশপে করা হয়। আপনি ইচ্ছে করলে গ্রাফিক রিভারের বেস্ট সেলার আইটেম যা আন্তর্জাতিক মানের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাদের করা, তাদের কাজ থেকে কনসেপ্ট নিয়ে শুরু করতে পারেন। 

২. ব্রশিউর 

ScreenShot_20170311121730 

ব্রশিউর গ্রাফিক রিভারের হট সেলিং আইটেমের মধ্যে একটি। গ্রাফিক রিভারের বেশিরভাগ ব্রশিয়ারই ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন এ করা। গ্রাফিক রিভারে একটি ব্রশিয়ার ৩০০০+ পর্যন্ত সেল হওয়ার রেকর্ড রয়েছে। আপনি যদি ব্রশিয়ার ডিজাইনে এক্সপার্ট হোন, তাহলে গ্রাফিক রিভার হতে পারে আপনার ক্যারিয়ারের মাইল ফলক। ইলাস্ট্রেটরে ব্রশিয়ার ডিজাইন করা অত্যন্ত সহজ। একটু চেষ্টা আর অধ্যবসায় থাকলে আপনি ও আয় করতে পারেন হাজার ডলার। 

৩. ব্যানার 

rr 

ব্যানার একটি গুরুত্বপূর্ণ ডিজাইন ইলিমেন্ট। প্রায় গ্রাফিক ডিজাইন প্রযেক্ট এ ব্যানার এর ব্যবহার হয়। গ্রাফিক রিভারে বিক্রি হওয়া ব্যানারগুলো অত্যন্ত মানসম্মত ও প্রফেশনাল। যা সাধারণত ফটোশপ/ইলাস্ট্রেটরে তৈরী করা হয়। আর এই ব্যানার তৈরী করতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগতে পারে। ব্যানারের একটি মজার ব্যাপার হল এই আইটেমটি বিক্রয় হয়নি, এমন কখনও হয়নি। অর্থাৎ আপলোড, এপ্রোভের পর নিশ্চিত সেল। 

৪. স্টিকার 

Sticker 

গ্রাফিক রিভারে ৯৯% বিক্রয় সম্ভাবনার আইটেমটি হল স্টিকার। যা মূলত ফটোশপে তৈরী করা হয়। প্রফেশনাল মানের স্টিকার যদি আপনি তৈরী করতে পারে তা বিক্রয় হতে পারে ৫০ থেকে ৩০০০ এর ও বেশি পরিমান। 

৫. বাটন 

catch 

গ্রাফিক রিভারের হট সেলিং আইটেমের মধ্যে বাটন অন্যতম। এটি ১০ বার থেকে শুরু করে ৩০০০+ সেল হওয়ার রেকর্ড রয়েছে। 

৬.ফেসবুক টাইমলাইন কভার 

ফেইসবুক টাইমলাইন কভার স্যোসাল মিডিয়ারই একটি এলিমেন্ট। সবাই চায় তার একটি দৃষ্টিনন্দন টাইমলাইন কভার হোক। এজন্য পার্সোনাল, বিজনেস, কর্পোরেটসহ অসংখ্য ক্ষেত্রে প্রফেশনালমানের টাইমলাইন কভার ডিজাইনের চাহিদা বাড়ছে। নিচের স্ক্রিণশটটি দেখুন, বিক্রয়ের ভলিউম দেখেই অনুমান করুন-ফেসবুক টাইমলাইন কভারের চাহিদা!! 

Facebook Course of events 

৭. টেবিল 

গ্রাফিক রিভারের অন্যতম হট আইটেম প্রাইসিং টেবিল। যার চাহিদাও ব্যাপক। টেবিল বেশিরভাগই ফটোশপে করা হয়। আপনি চাইলে আজই শুরু করতে পারেন। 

Table 

৮. স্যোসাল মিডিয়া 

Internet based life 

সারা বিশ্বে স্যোসাল মিডিয়া বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুক, টুইটার নিয়ে কাজের পরিধি বেড়েছে অনেকগুন । প্রয়োজন হয়ে পড়ছে এ সম্পর্কিত ডিজাইন। স্যোসাল মিডিয়া বাটন, আইকন ইত্যাদির তাই বড় কদর! স্ক্রিণশটটি দেখুন অথবা গ্রাফিক রিভার সার্চ বক্সে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দিন। দেখুন অধিকাংশ ডিজাইন ৫০ থেকে কয়েক হাজার বার পর্যন্ত সেল হয়েছে। 

৯. ফটোশপ একশন 

Activity 

গ্রাফিক রিভারের সর্বাধিক বিক্রয়ের তালিকায় রয়েছে ফটোশপ অ্যাকশন। একটি প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকশন তৈরি করে একজন অ্যাকশন ডিজাইনার এ পর্যন্ত আয় করেছে প্রায় ৭০০০ ডলার । এখানে ক্লিক করে দেখুন অ্যাকশনটির ধরন আর সেলের পরিমান। 

১০. আইকন 

Symbol 

ফটোশপ আইকন এমন একটি আইটেম যা্র সেল হয় না, এমনটি খুবই কম। অর্থাৎ, এপ্রুভ হলেই সেল!!
কি ভাবে একটি ভালো মানের ব্রশিয়ার ডিজাইন করবেন ? কি ভাবে একটি ভালো মানের ব্রশিয়ার ডিজাইন করবেন ? Reviewed by Graphics Design on January 22, 2018 Rating: 5

No comments:

No comments:

Theme images by 5ugarless. Powered by Blogger.