গ্রাফিক ডিজাইন

                                                     গ্রাফিক ডিজািইন


ফিক ডিজাইন করা খুবই সহজ, প্রায় সবাই এটা করতে পারেন। এমন ভাবনা রয়েছে অনেকেরই, কিন্তু কথাটা ভুল। বেশ কিছু কঠিন বিষয় আগে মাথায় এবং হাতে আনতে হবে তারপর কাজটি হয়তো সহজ হবে। তাই শুরু থেকে সবগুলো অংশকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। চলুন শুরু করা যাক. . 

যদি কেউ প্রশ্ন করে "আমি কিভাবে গ্রাফিক ডিজাইন করবো?" সে আসলে জিজ্ঞাসা করছে "কিভাবে আমি লোগো ডিজাইন করব?" অথবা "কিভাবে আমি একটি ওয়েব সাইট ডিজাইন করবো?" বা "কিভাবে আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি?" আবার "আমি কিভাবে একটি চলমান গ্রাফিক তৈরী করবো?" এই প্রশ্নের মানে আরো অনেক রকম হতে পারে। 

গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। গ্রাফিক শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা। 

গ্রাফিক ডিজাইন এর শুরুতে যা জানতে হবে: বর্তমানে গ্রাফিক ডিজাইন বলতে আমরা সেই সব চিত্র কর্মকে বুঝি যা পরবর্তীতে মূলত: ছাপার জন্য তৈরি হয়ে থাকে। তবে প্রযুক্তির প্রয়োজনে গ্রাফিক ডিজাইন শুধুমাত্র ছাপার গন্ডি পেরিয়ে বহুদূর চলে যাচ্ছে। গ্রাফিক ডিজাইন এর একান্তই অন্তর্ভুক্ত বিষয় গুলি হচ্ছে – ডিজিটাল সাইন, ক্যালেন্ডার, টাইপোগ্রাফি, ব্রোশিয়োর, ওয়েব সাইট ডিজাইন ইত্যাদি ইত্যাদি। 

আরো একটা শব্দের সাথে পরিচয় করিয়ে দেই ডেস্কটপ পাবলিশিং। একটি কথা মনে রাখতে হবে ডেস্কটপ পাবলিশিং এবং গ্রাফিক ডিজাইন হাতে হাত রেখে চলে। সংক্ষেপে যদি বলি, ডেস্কটপ পাবলিশিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার এবং সফটওয়্যার ব্যবহার করে মুদ্রণ, ওয়েব, পুস্তিকা, বই, ব্যবসায়ীক কার্ড, ওয়েব পেজ হিসাবে মোবাইল ডিভাইসের জন্য ফরম্যাট,নথি উত্পাদন, গ্রিটিং কার্ড, ইত্যাদি তৈরি করা হয়।

বাংলাদেশে প্রথম যখন প্যাসিভ ইনকাম শুরু হয়, তা শুরু হয় গুগল অ্যাডসেন্স এর মাধ্যমেই। দেশের অনেক মার্কেটার এই অ্যাডসেন্স এর মাধ্যমেই তাদের প্রথম ইনকামটি করতে পেরেছে।এখন আবার অনেকেই গুগল এর আর একটি প্রোডাক্ট ইউটিউব এর মাধ্যমে আয় করছে, এবং এখানেও হেল্প করছে গুগল অ্যাডসেন্স। আমরা অনেকেই শুধু শুনেছি গুগল এবং ইউটিউব অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করা যায়। কিন্তু কিভাবে করা যায় এবং কিভাবে করলে সঠিক ভাবে সফল ভাবে আয় নিজের পকেটে নিয়ে আসা যায় তা আমরা অনেকেই জানি না।আর বরতমানে you tub  এ কাজ করে আই করে টাকা আনাতা খব কস্ত কর হয়ে গেচে।কারন বরতমানে ‍ you tub channel a 40,000 ঘন্টা view থাকা লাগবে তাছারা youtub a add sent add hobana . আর subscribe থাকা লাগবে ১,০০০।


তাই আমি মনে করি আই সব বাদদিয়ে গ্রাফিক ডিজাইন কাজ  শিখে আয় করা উত্তম।



ami ata bolcina ja you tub a kaj kora kicu kora jabana .sobai new video mack korta parana ti amr mona 



hy গ্রাফিক ডিজািইন best ................




Flyers Design by me   






গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন Reviewed by Graphics Design on January 21, 2018 Rating: 5

No comments:

No comments:

Theme images by 5ugarless. Powered by Blogger.